আগামী ৯ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। দলটির জাতীয় (কেন্দ্রীয়) সম্মেলনের তারিখ নির্ধারণ করতে এই সভা আহ্বান করা হয়েছে বলে জানা যায়।
ওই সভায় আলোচনার মূল বিষয় দলের জাতীয় সম্মেলন। ডিসেম্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এর আগে গত অক্টোবরে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত হয়। কিন্তু ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের কারণে এই সভা পিছিয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ফেব্রুয়ারিতে দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। ৯ জানুয়ারির কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন