রক্ত ঢেলে চট্টগ্রাম কলেজকে শিবির মুক্ত করাসহ আট দফা দাবি আদায় করতে চায় ছাত্রলীগ। শনিবার দুপুরে কলেজ কার্যালয়ের প্রবেশমুখে রক্ত ঢেলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ছাত্রলীগ। এ কর্মসূচির নেতৃত্ব দেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
জানা যায়, আট দফা দাবিতে সকাল থেকেই ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। তারা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। পরে দাবি বাস্তবায়ন করতে কলেজ অধ্যক্ষের সাথে দেখা করে তারা। ছাত্রলীগের আট দফা দাবির মধ্যে রয়েছে কলেজ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, মূল ফটক ছাড়া বাকি ১৬টি প্রবেশপথ বন্ধ করে দেয়া, ক্যাম্পাসের ভেতরে সব ধরনের আবাসিক স্থাপনা বন্ধ করে দেয়া, শিবির ক্যাডারদের পৃষ্ঠপোষক হোস্টেল সুপার-মসজিদের ইমাম ও খতিবকে অপসারণ করা, অস্থায়ী ও খন্ডকালীন কর্মচারীদের অপসারণ ও দোকান বন্ধ করে দেয়া, তিন দশক ধরে ছাত্র সংসদের নামে আদায় করা অর্থের হিসাব সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন, ছাত্রাবাস ও ছাত্রী নিবাসের নামে মিনি ক্যান্টনমেন্টগুলো বন্ধ করে দেয়া এবং নাশকতা মামলার আসামি ছাত্রদের গ্রেফতার ও ছাত্রত্ব বাতিল।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি, ২০১৬/ রশিদা