চট্টগ্রামে ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
সোমবার (০৪ ডিসেম্বর) গভীর রাতে তাকে বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামির নাম সিরাজ কবির ওরফে জনি (২৬)। সে বায়েজিদ বোস্তামি থানার জঙ্গলপাড়া জহির চেয়ারম্যান বাড়ির নুর আহম্মেদের ছেলে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, অনেকদিন ধরে সিরাজকে খুঁজছে পুলিশ। ২০১৪ সালের জানুয়ারিতে বায়েজিদ এলাকায় একটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটায় সিরাজ। এরপর থেকে সে পলাতক। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক থাকা অবস্থায় গত ১৫ ডিসেম্বর সিরাজকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ