বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সব সরকারই তো দেখলাম। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত দেখা হয়ে গেছে। বাংলাদেশে দুইটা শক্তি। একটা হচ্ছে আপদ, আরেকটা বিপদ। আপদ যায়, বিপদ আসে। বিপদ যায়, আপদ আসে।’
আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সিপিবির নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান জানিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম আরো বলেন, জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ-লুটপাট রুখে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক অধিকার খর্ব করা চলবে না। সাম্প্রদায়িকতা ও স্বাধীনতাবিরোধী শক্তি রুখে দাঁড়াতে হবে। প্রকৃতি-পরিবেশ-জীববৈচিত্র সুন্দরবনকে বাঁচাতে হবে। গ্রামীণ বরাদ্দের লুটপাট বন্ধ করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, রবীন্দ্র দাস, বিমল দাস, মুক্তিযোদ্ধা আলী হোসেন, মোহাম্মদ খলিলুর রহমান, আব্দুল মালেক ও জয়নাল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন