রাজধানীর মতিঝিল এলাকা থেকে সঞ্জয় নামে এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যমতে গাজীপুরের মৌচাকে তার ভাড়া বাসা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক খুরশিদ আলম জানান, দীর্ঘদিন ধরে সঞ্জয়কে আটক করার প্রক্রিয়া চলছিল। এরই ধারাবাহিকতায় ভোরে তাকে আটক করা হয়। তিনি একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন