বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে টঙ্গীর তুরাগ তীরে সমবেত মুসল্লিদের যাতায়াতের জন্য র্যাবের ১০টি কোস্টার ফ্রি সেবা দিচ্ছে। এছাড়া পুলিশের ২টি মাইক্রোবাস রয়েছে এ সেবায়।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ জানান, ইজতেমা উপলক্ষে র্যাবের পক্ষ থেকে এটি একটি বিশেষ সেবা। তিনি আরো বলেন, 'রাজধানীর মহাখালী, গাবতলী এবং আশুলিয়ার দিয়াবাড়ি থেকে রবিবার সকাল থেকে মুসল্লিদের জন্য এ সেবা দেওয়া হচ্ছে। র্যাবের ১০টি কোস্টার দিয়ে এ সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ বেলা পৌনে ১২টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ