রেলওয়ে পূর্বাঞ্চলের ৯ ক্যাটাগরির নিয়োগের ৬ ক্যাটাগড়ির ফলাফল প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছয় ক্যাটাগরির মধ্যে রয়েছে ট্রেন কন্ট্রোলার ৫টি, ড্রইং শিক্ষক ৫টি, হাসপাতাল ক্লিনার ৩৩টি, মশালসির ৭টি, ওয়াইটিং রুম বেয়ারার ১০টি ও সুইপার ১২১টি পদ রয়েছে।
আজ সোমবার রাত ৭টার দিকে রেলওয়ে ওয়েবসাইডে দেয়া হয়েছে। এ ছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি)’র এসআই ৫টি, এএসআই ১৩টি, প্রহরি ১১৯টি পদের ঘোষনা করা হবে বলে রেলওয়ে সূত্রে নিশ্চিত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ঘোষণার অপেক্ষায় থাকা আরএনবির প্রহরীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মোটা অংকের টাকার কারণে কোটাও মানা হচ্ছে না। জামালপুর ফরিদপুর, কুষ্টিয়া, ঠাকুরগাও ও খুলনায় পোষ্যকোটা থাকা সত্ত্বেও কমিটির ইচ্ছেমতো পছন্দের লোকদের ‘কৌশলে’ চাকুরি দেয়ার পায়তারা করছেন বলে সংশ্লিষ্টরা জানান। যার তথ্য প্রমানও রয়েছে।
চলমান নিয়োগে স্বচ্ছতা ও কোটা নিশ্চিত করেই ফলাফল ঘোষণা করা হয়েছে জানিয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহম্মদ বলেন, পূর্বাঞ্চলের ৯ ক্যাটাগড়ির মধ্যে ৬ ক্যাটাগরিতে ১৮১টি পদের ফলাফল ঘোষনা করা হয়েছে। সুইপারে ৮০ শতাংশের উপরে হরিজন সম্প্রদায়কে নিশ্চিত করা হয়েছে। বাকি তিন ক্যাটাগড়ির আরএনবির ফলাফলও কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। এতে এসআই ৫টি, এএসআই ১৩টি ও প্রহরি ১১৯টি পদ রয়েছে। ঘোষনার অপেক্ষায় থাকা আরএনবির নিয়োগে কোন ধরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সেটিও তদন্ত করে দেখা হবে।
চীফ পার্সোনাল অফিসার (ভারপ্রাপ্ত) রুকনুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে কোটা মেনেই ফলাফল প্রকাশিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন