চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে অধ্যয়নরত ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান, ১০তম ব্যাচে ২৪ জন শিক্ষার্থীর বিদায় ও ১৩তম ব্যাচের ৩১ জন শিক্ষার্থীদের বরণ করা হয়।
প্রতিষ্ঠানের মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দিন। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেমন মাতৃসদন হাসপাতালের কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি বলেন, চসিক স্বাস্থ্য সেবায় দক্ষ টেকনিশিয়ান, মিডওয়াইফ এবং হোমিওপ্যাথিক ডাক্তার তৈরি করতে বিশেষ অবদান রেখে যাচ্ছে। সেবার স্বার্থে মাত্র ১০ টাকায় সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। প্রতিবন্ধিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে। মা-শিশুসহ সাধারণ রোগীদেরও বিশেষ সেবা দিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন