রাজশাহীতে অপহৃত ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান কচিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর নিউ মার্কেটের পশ্চিম সুলতানাবাদ এলাকার নন্দিতা প্রিন্টিং প্রেসের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়। এক্সিম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ছিলেন আক্তারুজ্জামান কচি।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, গতকাল দিবাগত রাতেই ব্যাংক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ এনে থানায় মামলা করেন তার পিতা আফছার উদ্দিন আহমেদ। এরপর থেকেই পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ