চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নিউমুরিং এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন নারী পোশাক কর্মী রুবি খানম (২৪)।
আজ শুক্রবার বিকেলে মাদ্রাসা রোডের জাকিরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুবি ও তার স্বামী মো. জাহিদ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ইপিজেড থানার ওসি আবুল কালাম বলেন, পোশাক শ্রমিক রুবি খানমের স্বামী মো. জাহিদ আগে একজনকে বিয়ে করেছিলেন। পরে তাকে তালাক দিয়ে রুবি খানমকে বিয়ে করেন। সম্প্রতি জাহিদ আগের সংসারের সন্তানদের সঙ্গে যোগাযোগ শুরু করলে, তা নিয়ে রুবির সঙ্গে কলহ চলছিলো। এ নিয়ে অভিমান করে বিকেলে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুবি। পরে স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন