ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ আর নেই। শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ..... রাজিউন)।
শনিবার দুপুর ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আব্দুল গফুর।
এর আগে, শনিবার সকালে এম এ আজিজ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার পরিবারের স্বজনরা।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব