ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজকে আজিমপুর গোরস্থানে চির সমাহিত করা হয়েছে।
শনিবার রাত সোয়া ৯টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমের স্বজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম এ আজিজ (৬৮)। সেখান থেকে এম এ আজিজের মরদেহ তার পুরান ঢাকার হোসেনী দালানের বাসায় নিয়ে যাওয়া হয়।
বিকেলে হোসেনী দালানে গিয়ে মরহুমের স্বজনদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এম এ আজিজের মরদেহে শেষশ্রদ্ধাও জানান।
এরপর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে মরহুমের মরদেহ রাখা হলে তাকে শেষশ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সর্বস্তরের জনতা।
সেখান থেকে এম এ আজিজের মরদেহ নিয়ে যাওয়া হয় তার দল আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
এরপর আলিয়া মাদ্রাসা ময়দানে হয় মরহুমের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং মরহুমের স্বজন ও এলাকাবাসী।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন