কুমিল্লার চান্দিনায় লবণবোঝাই ট্রাক থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: ট্রাকের চালক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচুলীপাড়া গ্রামের নজির আহমেদের ছেলে ইয়াকুব আলী (৩১) ও হেলপার একই জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গ্রামের দলিলুর রহমানের ছেলে আব্দুল কাদের (২৪)।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এস আই মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী লবণবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-৪৩৯৬) অভিযান চালিয়ে ট্রাকের চালক ও হেলপারের দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করি।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা