চট্টগ্রামের অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে খুলশী থানাধীন তুলাতলী এলাকার একটি ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি ছড়া থেকে অজ্ঞানামা ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। কি কারণে তিনি মারা গেছেন তা জানা যায়নি। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা