চুরি ও ডাকাতির মামলায় সিলেট জেলা তরুণ দল সভাপতি লায়েক আহমদকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, লায়েকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় চুরি ও শাহপরাণ থানায় ডাকাতির মামলা রয়েছে।
লায়েক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের নজমুল হকের ছেলে। তার ভাই এনামুল হোসেন বাবলু জানান, লায়েক একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। আদালত থেকে ফেরার পথে বন্দরবাজার এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা