প্রতিবছরের মতো এবারও শীত আসতেই দেশজুড়ে শুরু হয়েছে চরম গ্যাস সংকট। সকাল থেকেই বাসাবাড়িতে থাকছে না গ্যাস। আসছে দুপুর গড়িয়ে গেলে, কোথাও আবার গভীর রাতে। চরম গ্যাস সঙ্কটের প্রতিবাদে রবিবার ঝাড়ু, জুতা, লাঠি হাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোড অবরোধ করেন এলাকাবাসী। এতে রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, গত এক মাস ধরে নারায়ণগঞ্জ শহর জুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস থাকে না এই অঞ্চলে। ২২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত একটানা গ্যাস আসছে না এসব এলাকায়। তাই ক্ষিপ্ত হয়ে ঝাড়ু, জুতা ও লাঠি হাতে রাস্তায় নামা।
তাদের একটাই দাবি 'গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই।'
সকাল থেকে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোডের দুইদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায়ও চরম গ্যাস সঙ্কট বিরাজ করছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাস থাকছে না। ফলে বাধ্য হয়ে খাবার-দাবারের জন্য রেস্তোরার ওপর নির্ভর করতে হচ্ছে রাজধানীর বিপুল সংখ্যক মানুষকে।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ