কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন লিমিটেড কোম্পানীর (কেজিডিএলসি) ব্যবস্থাপনা পরিচালকের কাছে চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে স্মারক লিপি দিয়েছে মহানগর বিএনপি।
সোমবার সকালে নগরীর ষোলশহর কেজিডিএলসি কার্যালয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় ডা. শাহাদাত উপস্থিত সাংবাদিকদের বলেন, বন্দর নগরী চট্টগ্রাম শিল্প বান্ধব শহর হলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইতিমধ্যে গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বাসাবাড়ীতেও গ্যাস নেই। নগরীর প্রায় ৬ লক্ষ বার্নারের মধ্যে ৪ লক্ষ বার্নারে গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে আবাসিক ও শিল্প খাতের গ্রাহকরা পড়েছেন চরম দুর্দশায়।
ডা: শাহাদাত হোসেন আরো বলেন, সরকার বারবার গ্যাসের মূল্য বৃদ্ধি করলেও জনগণের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ দিতে পারছেনা। সারা দেশে গ্যাসের চাহিদা রয়েছে ২৭০০ মিলিয়ন ঘনফুট, চট্টগ্রামে ৪৫০-৫০০ মিলিয়ন ঘনফুট, চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ করা হচ্ছে ২২০-২৩০ মিলিয়ন ঘনফুট। এখন, সেটুকু সরবরাহ করা হচ্ছে না। অথচ ঢাকাতে ১৭২০ মিলিয়ন ঘনফুট, কুমিল্লায় ৩৭০ মিলিয়ন ঘনফুট, সিলেটে ২৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।