রাজশাহী মহানগরীর উপশহরে স্কুলের খেলার মাঠে শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রাজশাহী পরিবেশ আন্দোলন কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা খেলার মাঠ হত্যা বন্ধ করে শিশু-কিশোরদের সুস্থ জীবন গড়ে তোলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। একই সঙ্গে উপশহর খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধ না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সাইদুল রহমান, মুক্তিযোদ্ধা বরজাহান আলী, নগর ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় দেবু, বেলার বিভাগীয় সমন্বয়ক তন্ময় স্যানাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন