রাজধানীর দক্ষিণখানের আজমপুর এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের চেষ্টাকারী মো. শফিউল্লাহ দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, রবিবার ওই তরুণী আজমপুর এলাকায় বিউটি পার্লারে কাজ শেষে রাত ৯টার দিকে বাসায় প্রবেশের সঙ্গে সঙ্গে শফিউল্লাহ দ্রুত তার রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং তরুণীকে ধর্ষণের চেষ্টা করে।
তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শফিউল্লাহ দরজা খুলে পালিয়ে যায়। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ