খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রাকিব আলম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বৈকালীর আফজালের মোড়ে ওই শিক্ষার্থীর মেস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
রাকিব কুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সম্প্রতি স্নাতক পাস করেছেন। তবে উদ্ধারকৃত মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আনোয়ার হোসেন বিষয়টি জানান।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন