রাজধানীতে সোহাগ হোসেন অনিক নামের এক বিকাশ এজেন্টকে গুলি করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে হাজারীবাগের খলিল সর্দার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
সাভারের বাসিন্দা অনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
তিনি বলেন, ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ অনিককে হাসপাতালে নিয়ে আসেন জহির নামে স্থানীয় এক ব্যক্তি। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ছেড়েছেন।
অনিকের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার থেকে ঢাকায় আসে অনিক। হাজারীবাগের খলিল সর্দার মার্কেটের বিপরীতে জব্বার স্টোর থেকে দুই লাখ তোলে বের হওয়ার পর ছয়জন দুটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব