ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা থেকে বঞ্চিতদের নিয়ে ‘গণশুনানি’ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ১০টায় এ গণশুনানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, দুদক মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ, মহাপরিচালক (অনুসন্ধান ও তথ্য) ড. মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ার প্রমুখ।
দুদক সূত্রে জানা গেছে, নাগরিক সনদ অনুযায়ী জনগণ সেবা পাচ্ছে কি-না, তা যাচাই করতে ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী এ গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে দুদক।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব