ময়মনসিংহ জেলার নব নির্বাচিত ৯ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা আজ বুধবার বিকেলে শপথ নিয়েছেন। জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাদেরকে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।
জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, বর্ডার গার্ডস বাংলাদেশের ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্ণেল শাহরিয়ার রশিদ, সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ।
প্রথমে ৯ পৌরসভার মেয়রকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। পরে ২৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ৮১ জন সাধারণ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন বলেন, ‘মেয়ররা জনগণ ও সরকারের দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে করার চেষ্টা করবেন। আপনারা বিরাগ-অনুরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করবেন না। আপনারা সবার মেয়র।’
শপথ নেয়া মেয়ররা হচ্ছেন ফুলপুরের আমিনুল হক, গৌরীপুরের সৈয়দ রফিকুল ইসলাম, মুক্তাগাছার শহীদুল ইসলাম, ফুলবাড়িয়ার গোলাম কিবরিয়া, ত্রিশালের এ বি এম আনিসুজ্জামান, ঈশ্বরগঞ্জের আব্দুস সাত্তার, নান্দাইলের রফিক উদ্দিন ভুইয়া, গফরগাঁও এর ইকবাল হোসেন সুমন ও ভালুকার ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ