নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিনিধিদের একটি নামের তালিকা বঙ্গভবনে পৌঁছে দেওয়া হয়েছে।
রবিবার বেলা ৩টায় বঙ্গভবনে এই নামের তালিকা পৌঁছে দেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
প্রসঙ্গত, ইসি গঠন নিয়ে আলোচনার জন্য প্রথম পর্যায়ে ৫টি দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর মধ্যে আজ রবিবার বিএনপি, আগামী ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে ডাকা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব