নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।
রবিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে শুরু হয়ে এই বৈঠক চলে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত। এ সময় বঙ্গভবনে বিএনপি নেতাদের হালকা খাবার দিয়ে অাপ্যায়ন করা হয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বিডি নিউজ জানায়, বৈঠকে বিএনপি প্রতিনিধি দলকে ফলের রস, ফিশ ফিঙ্গার, চিকেন পেটিস, চিকের স্যান্ডুইচ, কাজু বাদাম, গুঁড়ের সন্দেশ আর চা দিয়ে আপ্যায়িত করা হয়।
বিকাল ৫টা ৩৫ মিনিটে আলোচনা শেষে সবাইকে নিয়ে বেরিয়ে আসেন রাষ্ট্রপতি হামিদ। বঙ্গভবনের অক্টাগনালে দাঁড়িয়ে বিএনপি প্রতিনিধি দলের সদস্যদের বিদায় জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব