প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন একটি মডেল নির্বাচন হোক, এটাই চাই বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া ও নিতাইগঞ্জ মোড়ে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিআইজি বলেন, ‘মানুষ যাতে নিরপেক্ষভাবে, নিঃসংকোচে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় এবং এই নির্বাচন যাতে একটা মডেল নির্বাচন হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করা, সচেতন ও আশ্বস্ত করাই লিফলেট বিতরণের উদ্দেশ্য। এই নির্বাচনটি বাংলাদেশে একটি মডেল নির্বাচন হোক, সেটা আমরা চাই। কেউ যাতে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করতে না পারে এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয়, সবার কাছে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সে জন্যই আমাদের এই প্রক্রিয়া। ’
লিফলেট বিতরণকালে ডিআইজির সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১–এর সিও লে. কর্নেল কামরুল হাসান।