রাজধানীর শাহবাগ থানাধীন আজিজ সুপার মার্কেট থেকে আজ সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মার্কেটের চারতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক জানান, এ হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো ঘটনা আছে কীনা, সেসব বিষয়ে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার