আগামী ৫ জানুয়ারী বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বগুড়া জেলা আওয়ামী লীগ থেকে সমাবেশ এবং জেলা বিএনপি থেকে কালো পতাকা মিছিল ও আলোচনা সভা করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুুটি দলের পৃথক কর্মসূচি নিয়ে রাজনৈতিক পাড়ায় উত্তাপ ছড়িয়েছে।
জানা যায়, বগুড়া শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে জরুরী সভা করে জেলা বিএনপি ৫ জানুয়ারি কালো পতাকা মিছিল করার বিষয়ে ঘোষণা দেন। অপরদিকে জেলা আওয়ামী লীগ থেকে একই দিনে শহরের সাতমাথায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এদিনে জেলা আওয়ামী লীগ থেকে আনন্দ র্যালীও করা হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে কালো পতাকা মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করবে। নেতাকর্মীদের কে হাতে হাতে কালো পতাকা ও বুকে কালো ব্যাজ ধারণ করে দলে দলে যোগ দেয়ার আহবান জানানো হয়েছে। কালো দিবসটি পালনে জেলা বিএনপির কর্মসূচি হবে শান্তিপূর্ণ।
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বগুড়া শহর আওয়ামী লীগ। সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে র্যালি বের হবে। পরে সমাবেশ আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/হিমেল