গুলশানের ডিসিসি মার্কেটে আগুনের রেশ কাটতে না কাটতে এবার রাজধানীর মিরপুর-১২ এর আলিমুল্লাহ মার্কেটের একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সদর দফতর কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব