টাঙ্গাইলে একটি বেপরোয়া ট্রাক রেললাইনে উঠে গেলে ট্রেনের ধাক্কায় চালক ও হেলপারসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, প্রাথমিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মফিজুল হক জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন হাতিলা রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি ট্রাক রেললাইনের ওপর উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপারসহ ৬ জন আহত হয়। একইসঙ্গে ওই ট্রাকটিও ধুমড়ে মুচড়ে যায়।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম