রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব মার্কেট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে তিনি বলেন, যেসব মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সেগুলোতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে মার্কেট কর্তৃপক্ষকে সবসময় সজাগ থাকতে হবে।
নগরীর এই পাবলিক টয়লেটে নারী-পুরুষ উভয়ের জন্য থাকছে তিনটি করে টয়লেট। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে আলাদা টয়লেট।
টয়েলেটের জন্য খরচ ৫ টাকা, গোসল ১০ টাকা, পানি খাওয়ার গ্লাস ১ টাকা, লকার সুবিধার জন্য দিতে হবে ৫ টাকা। অর্থাৎ, কেউ প্রয়োজনীয় জিনিসপত্র লকারে রাখলে তার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। টয়লেটের আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান পপি, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব