চট্টগ্রাম মহানগরের ৮টি সরকারি স্কুলের নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার বাতিলকৃত ফলাফল পুনঃপ্রকাশ করতে আরও ১৫ দিন সময় লাগতে পারে। কারিগরি ত্রুটির কারণে ভুলভাবে প্রকাশিত ফলাফল সংশোধন করতে এ সময় লাগতে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।
গত বৃহস্পতিবার সকালে সরকারি ৮টি স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। তবে এ ফলাফলে ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার রাতেই তা বাতিল ঘোষণা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিক্ষা কর্মকর্তা সাবরীনা রহমান বলেন, "ফলাফল তালিকায় যে ভুল চিহ্নিত করা হয়েছে তা সংশোধন করতে দুই সপ্তাহ সময় লাগতে পারে। ফলাফল পুনপ্রকাশের পরই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নবম শ্রেণীতে ভর্তি হবে।"
জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা সূত্রে জানা যায়, প্রকাশিত ফলে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত অনেকেই সুযোগ পায়নি। ফলাফলেও তারতম্য দেখা দেয়। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় প্রকাশিত নবম শ্রেণির ভর্তির ফলাফল বাতিল করা হয়। পরবর্তীতে শিক্ষাবোর্ডের সঙ্গে জেএসসি ফলাফল পর্যালোচনা করে তা নতুনভাবে প্রকাশ করবে।
জানা যায়, ৮টি সরকারি স্কুলে ৯ম শ্রেণীর ৭৫০ আসনের বিপরীতে ৭ হাজার ৬৪৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে কলেজিয়েট স্কুলএন্ড কলেজে ১৪০ আসনের বিপরীতে ১ হাজার ৫৬৮টি। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ১৪০ আসনে ১২৬০টি, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৫০ আসনে ১৫৮৫টি। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে আসনে ৮০ আসনে ৭৫৯টি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬০ আসনে ৮২৪টি, হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪০আসনে ৪৫৫টি। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮০ আসনে ৮০৭টি, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬০ আসনে ৩৯০টি আবেদন জমা পড়েছে।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৪