সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও তার লোকজনের হাতে সাংগঠনিক সম্পাদক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, থানা আওয়ামী লীগের কার্যালয়ে সাংগঠনিক কিছু কাজ শেষ করে ব্যক্তিগত কাজ থাকায় সভাপতি মজিবুর রহমান চলে যান। এসময় তিনি নেতাকর্মীদের নিয়ে দলীয় কাজ করছিলেন। হঠাৎ করেই দপ্তর সম্পাদক মুসলিমের নেতৃত্বে আব্দুল আজিজ মাদবর ওরফে দালাল আজিজ, সাইদুল ইসলাম, ব্যবসায়ী আবু তালেব হত্যা মামলার আসামি ফারুক ওরফে ইয়াবা ফারুক ও হাবিবুর রহমান হাবু, মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন, আবুল হোসেনসহ আরও কয়েকজন তাকে মারধর শুরু করে। খবর পেয়ে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া তাকে উদ্ধার করে কার্যালয়ের পাশে সভাপতির বাসভবনে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সভাপতির বাসভবনে থানা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বৈঠক করছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ শরাফত উল্লাহ জানান, এ ধরনের কোন অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ