নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জুবায়ের (৯) পাড়াগাঁও এলাকার সবুজ মিয়ার ছেলে।
ভূলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম জানান, সন্ধার দিকে জুবায়ের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি বাস ছেলেটিকে ধাকা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ