চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সোহরোওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামবে এই ভয়ে সরকার ৭ জানুয়ারি বিএনপিকে কেন্দ্রীয় কর্মসূচির অনুমতি না দিয়ে প্রমাণ করেছে তারা জনগণকে ভয় পায়। এই সরকার মূলত জনাতঙ্কে ভুগছে। বিএনপি মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস। তাই জনগণকে নিয়ে বিএনপি সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে ও গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে থাকবে।
রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয় নাসিমন ভবনে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত আরও বলেন, ৫ জানুয়ারি সরকার ‘গণতন্ত্রের বিজয় দিবস’ বলে যে কর্মসূচি পালন করছে তা অত্যন্ত হাস্যকর। সরকারী দলসহ ভূঁইফুড় সংগঠনগুলো সভা সমাবেশ করতে পারলেও বিরোধীদলীয় জোটের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে কখনো গণতন্ত্রের বিজয় হতে পারে না।
সভায় বক্তব্য রাখেন চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিএনপি নেতা এম এ আজিজ, এস.এম. সাইফুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, সবুক্তগীন ছিদ্দিকী মক্কি, সামশুল আলম, জয়নাল আবেদীন জিয়া, ইকবাল চৌধুরী, মো. সালাহ উদ্দিন, সোহরাব কোম্পানী, কামরুল ইসলাম, গাজী মো. সিরাজ উল্লাহ, বেলায়েত হোসেন বুলু প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব