ব্যক্তি মালিকানাধীন ভবন অবৈধভাবে ভেঙে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালসহ তিনজনকে কারন দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। অন্য দু'জন হলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিব।
বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. হাদিউজ্জামান রবিবার এই নোটিশ প্রদান করে বিবাদীদের আগামী ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান জানান, বাদী নুরুল ইসলাম খলিফা গত বছর ৭ জানুয়ারি নগরীর বগুড়া রোডে ভবনসহ জমি ক্রয় করেন। তার পাশের জমি ক্রয় করেন আবু সালেহ নামে অপর এক ব্যক্তি। সম্প্রতি আবু সালেহ ভবন নির্মানের পাইলিংয়ের মাটি কাটার কাজ শুরু করলে নুরুল ইসলামের ভবন হুমকির মুখে পড়ে। এ কারনে নুরুল ইসলাম সিটি করপোরেশনে আপত্তি জানালে কাজ বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে আবু সালেহ সন্ত্রাসীদের সহযোগিতায় নুরুল ইসলামের জমিতে প্রবেশ করে পুনরায় কাজ শুরু করেন। এ অভিযোগে নুরুল ইসলাম গত ২৬ ডিসেম্বর আদালতে আবু সালেহ’র বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্যদিকে আবু সালেহ সিটি করপোরেশনের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগাসাজস করলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ নুরুল ইসলামের ভবন প্লান বহির্ভূত আখ্যায়িত করে তা ভেঙে ফেলার হুমকি দেয়। এ কারনে বিরোধপূর্ণ জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন নুরুল ইসলাম। ওই মামলার ভিত্তিতে আদালত মামলার বিবাদী সিটি মেয়র সহ তিনজনকে শোকজ নোটিশ দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ