রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ডালিয়া হালিম ডলি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, "ডলি তার সন্তানকে মতিঝিলের একটি স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।"
এসআই আরও জানান, "ডলির স্বামী খিলগাঁওয়ের গোড়ান এলাকার বাসিন্দা আব্দুল মান্নান মোল্লা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ডলির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১২