দৈনিক কালের কণ্ঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে শুভক্ষণের সূচনা করেন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বিজ্ঞাপন বিভাগের প্রধান জেড এম আহমেদ প্রিন্সসহ আরও অনেকে।
কালের কণ্ঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
উল্লেখ্য, 'আংশিক নয়, পুরো সত্য' স্লোগানে ২০১০ সালের ১০ জানুয়ারি আত্মপ্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ।
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন