রাজধানীর গেন্ডারিয়ার ধোলাইখালে ট্রাক চাপায় দুই রিকশাযাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সানোয়ার (৪০) ও বাদল (৩৫)।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চাপায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। তাদের লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল