রাজধানীর ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় বাদল হোসেন ও সানোয়ার হোসেন নামে দুই রিকশা আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিকশা চালক আলতাফ হোসেন গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ১২টার দিকে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত রিকশাচালক আলতাফকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক ও চালকের সহকারীকে আটক হলেও চালক পালিয়ে গেছে বলে জানান গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা।