বরিশালে শুরু হচ্ছে নজরুল সংগীতের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও গানের আসর। আগামী ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নগরীর প্রান্তিক সংগীত বিদ্যালয়ে নজরুল সংগীত প্রশিক্ষণের উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিল খিল কাজী। এতে প্রধান প্রশিক্ষক থাকবেন ঢাকা ছায়ানটের সাধারণ সম্পাদক ও প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল। বরিশাল নজরুল সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ঢাকা এই প্রশিক্ষণ ও গানের আসরের আয়োজন করেছে।
প্রশিক্ষন শেষে দ্বিতীয় দিন ১৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর অশ্বিনী কুমার হলে নজরুল সংগীতের আসর অনুষ্ঠিত হবে। গানের আসর উদ্বোধন করবেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন কবির নাতনী খিল খিল কাজী, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল সাংস্কৃতিক জোটের সভাপতি শান্তি দাস।
পরে সংগীত পরিবেশন করবেন খালিদ হোসেন, খিল খিল কাজী, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, মাহমুদুল হাসান, বিজন মিস্ত্রি, নাসিমা শাহীন ফেন্সি, করিম হাসান, দিপ্তী সমদ্দার সহ বরিশাল নজরুল সাংস্কৃতিক জোটের শিল্পীরা।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব