আবির কুমিল্লা নগরীর একটি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার বিকালে কোচিং করতে যায় নগরীর নজরুল এভিনিউতে। কর ভবনের সামনে তার প্রিয় সাইকেলটি কেড়ে নেয় ছিনতাইকারীরা। আবির জানায়, সে কত বলেছে তার সাইকেলটি না নিতে, কিন্তু তারা তার কথা শুনেনি। সাইকেল হারিয়ে আবিরের রঙিন মনটা এখন বিমর্ষ।
আবিরের বাবা সাংবাদিক শাহাজাদা এমরান জানান, ছিনতাইকারীরা আবিরের সাইকেলটি নিয়ে গেছে। সে সাইকেলটিকে খুব যত্ন করতো। তবে ওর গায়ে ছিনতাইকারীরা আঘাত না করায় তারা স্বস্তি বোধ করছেন বলে তিনি জানান।
কুমিল্লা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.নুরুল ইসলাম জানান, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব