রাজধানীর দারুস সালাম এলাকায় নিজের দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী হিসেবে নিহত নারীর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার বেলা দুইটার দিকে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন নিহত আনিকার মা নাদিরা বেগম। মামলা নম্বর ১১।
মামলার একমাত্র আসামি শামীম হোসেনকে গতকাল রাতেই আটক করা হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ