শিক্ষকদের প্রতি নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিরা চায় না এ দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হোক। শিক্ষার্থীদের টার্গেট করে অনেকে মদদ দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে। যা কখনো কারো কাম্য নয়। তাই শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। স্কুল-কলেজের পরিচালনা কমিটি ও অভিভাবকদের নিয়ে শিক্ষকদের জঙ্গিবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে হবে।
বুধবার দুপুরে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মাঠে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক শিক্ষক সমাবেশে মন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, নিজের সন্তানের মত শিক্ষার্থীদের আদর, ভালবাসা ও ভাল ব্যবহার দিয়ে পাঠদান করতে হবে। ভাল পদ্ধতির মাধ্যমে পাঠদান করে শিক্ষার্থীদের কাছে সেরা শিক্ষক হিসেবে পরিচিতি হতে হবে। যে শিক্ষক, শিক্ষার্থীদের কাছে প্রিয়, তিনিই সেরা শিক্ষক। জঙ্গিবাদ নির্মূলে শিক্ষকদের পাশাপাশি পরিবারকে সজাগ থাকতে হবে। ছেলেমেয়েরা কার সাথে চলাফেরা করছে, সেদিকে নজর রাখতে হবে। এভাবেই জঙ্গিবাদ মুক্ত করতে হবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/মাহবুব