জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আত্মতুষ্টি এবং আত্মস্তূতিতে ভরা। উন্নয়নের যে ফিরিস্তি তিনি বক্তব্যে দিয়েছেন, তার অনেক কিছুই ভুল, অসত্য ও ভিত্তিহীন এবং এতে রয়েছে শুভঙ্করের ফাঁকি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ দৈনন্দিন অভিজ্ঞতায় বোঝেন, দেশ উন্নয়নের দিকে নাকি অবনতির দিকে যাচ্ছে।