বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের বাস ভবনের সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর শ্যামবাবুর লেনে অ্যাডভোকেট আফজালের বাসার সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমা সদৃশ ওই বস্তুটি উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় আফজাল পারিবারিক কাজে খুলনায় অবস্থান করছিলেন।
আফজালের বাসার কেয়ারকেটার মো. দেলোয়ার জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুই মটরসাইকেল আরোহী বাসার সামনে বোমা সদৃশ ওই বস্তুটি রেখে যায়। তারা দেখে ফেলায় বস্তুটিতে আগুন না ধরিয়েই পালিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তারা বাসার সামনে লাল স্কচটেপ পেচানো ওই বস্তুটি দেখে পুলিশে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই সত্য রঞ্জন খাসকেল জানান, বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
এর আগেও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালে অ্যাডভোকেট আফজালের বাসার সামনে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছিলো পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ