রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
আটকরা হলেন- সজিব (২২) ও ফাতেমা (৪০)। তবে তাদের বাড়ির ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকা কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেন আসলে ওই দুইজনকে সন্দেহ হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম