বিশ্ব ইজতেমায় আসা বাবুল মিয়া (৬০) নামে এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন তিনি। পরে ইজতেমা ময়দান থেকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুবরণকারী বাবুল মিয়া ফেনীর দাগনভূইয়া উপজেলার মাছিমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোকলেছুর রহমান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুলের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম