রেলওয়ে পূর্বাঞ্চলের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্নপত্র আগের দিন গভীর রাতেই ফাঁস হয়েছে। পাহাড়তলী, টিকিট প্রিন্টিং এলাকা, ফয়েজ লেক এলাকা, আগ্রাবাদ, সিআরবিসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে বলে সূত্রে নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পযর্ন্ত এ পরীক্ষা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। এতে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন সূত্রে জানা গেছে।
জানা যায়, রেলের এ নিয়োগ পরীক্ষার প্রশ্ন আগের দিন ( বৃহস্পতিবার) গভীর রাত ৩টার দিকে বিভিন্ন স্থানে পাওয়া গেছে। হাতের লেখা এ প্রশ্নটি বিভিন্নভাবে ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় বিক্রিও হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক লোক সূত্রে জানা যায়, তারাও টাকা দিয়ে রাতে প্রশ্ন কিনেছেন।
বিষয়টি নিয়ে রেলের ডিজি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি।
নিচে ফাঁস হওয়া হাতের লেখা প্রশ্নপত্রগুলো হুবহু প্রকাশ করা হলো... যা বাংলাদেশ প্রতিদিনের এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
অপর দিকে আজ বিকালেও অনুষ্টিতব্য ১৬ পদের মেটারিয়াল চেকার পদের ফাঁস হওয়ার আশংকা রয়েছে বলে সূত্রে জানা যায়।
বিডিপ্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান