রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকার পরিবর্তন না হলেও এই নির্বাচনের মাধ্যমে সরকারকে একটা মেসেজ দিতে চান বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রংপুর শহরের সিও বাজারের বর্ডার গার্ড মার্কেটের সামনে দলীয় প্রার্থী কাওছার জামান বাবলার পক্ষে এক পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এজন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের সময় কোনো মানুষই নিরাপদ নয়। গুম, খুন হচ্ছেই। পত্রিকার পাতা খুললেই দেখা যায় খুন, ধর্ষণের সংবাদ।
''রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। তবে নির্বাচনের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই'', যোগ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জেলা মহানগরের নেতাকর্মীরা। পরে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মির্জা ফখরুল।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৭/মাহবুব